মেয়েকে বিবাহ দেওয়ার পর মায়ের নসিয়ত:-

মেয়েকে বিবাহ দেয়ার পর মায়ের
নসিহতঃ

প্রত্যেকটি মুসলিম
মেয়েরই মূল্যবান এই নসীহত গুলো জেনে রাখা উচিৎ !উমামা বিনতে হারেছ নিজ কন্যার বিবাহের সময় তাকে এমন
কিছু নসীহত করেন যা শুধু মেয়ের জন্যই
নয়;বরং পরবর্তী সমস্ত নারীর জন্য
মাইল ফলক হিসেবে অবশিষ্ট থাকবে।
তিনি মেয়েকে লক্ষ্য করে বলেন,
ওহে আমার কলিজার টুকরা মেয়ে!

বিস্তারিত পড়ুন

RTD (PT-100) কি, কিভাবে কাজ করে এবং কিভাবে চেক করে ? (What is RTD (PT-100)?  How does it work and how to check?)

RTD (PT-100) কি, কিভাবে কাজ করে এবং কিভাবে চেক করে ?

(What is RTD (PT-100)? How does it work and how to check?)

ইন্ডাস্ট্রিতে তাপমাত্রা পরিমাপ করার প্রয়োজন হয় অনেক। তাপমাত্রা বেশি হলে সমস্যা আবার কম হলেও সমস্যা । তাই এটাকে কন্ট্রোল রাখাটা খুবই দরকার। যা দিয়া মাপা হয় তার নাম RTD।

RTD হল Resistive Temperature Detector।

Wheatstone Bridge সার্কিট এর সাহায্যে কাজ করে। তাপমাত্রা বাড়লে রেজিস্টেন্স ও বারে। তাপমাত্রা কমলে রেজিস্টেন্স ও কমে যায়।

শিল্পকারখানায় বহুল ব্যবহৃত একটি RTD মডেল হল PT-100।

বিস্তারিত পড়ুন

​ আর্থিং, গ্রাউন্ড,নিউট্রাল এবং ফেজের এর মধ্যে পার্থক্য কি? এবং এর প্রয়োগ।(What is deference Earth, Ground, Neutral & Phase?)

আর্থিং, গ্রাউন্ড,নিউট্রাল এবং ফেজের এর মধ্যে পার্থক্য কি? এবং এর প্রয়োগ।(What is deference Earth, Ground, Neutral & Phase?)

আমাদের অনেকের মধ্যে ফেজ, নিউট্রাল এবং
আর্থিং এর মধ্যে একটা খটকা লেগে যায়। সত্যিকার

অর্থে ফেজ এর মধ্যে ভোল্টেজ এবং

কারেন্ট থাকে, নিউট্রাল এর মধ্যে মাত্র রিটার্ন

কারেন্ট থাকে এবং আর্থিং এর মধ্যে ভোল্টেজ

এবং কারেন্ট কোনটাই থাকে না। নিউট্রাল আর্থিং হতে পারে কিন্তু আর্থিং কখনো নিউট্রাল হতে পারে না।

আর্থিংকে অনেক দেশে গ্রাউন্ডিংও বলে। আর্থিং করার উদ্দেশ্য হল লাইনে কারেন্ট লিকেজ হলে তা যেন কোন রকম বিপদ না —-ঘটিয়ে তারের মাধ্যমে সহজে মাটিতে চলে যেতে পারে।<!–more–>

আর্থ করা না থাকলে লিকেজ কারেন্টের কারনে ডিভাইসের বডি ইলেকট্রিক চার্জ প্রাপ্ত হয় এবং সে অবস্থায় কোন লোক তার সংস্পর্শে এলে ইলেকট্রিক শক প্রাপ্ত হয়। এ রকম অবস্থায় ডিভাইস পুরে যাবারও ভয় থাকে। কিন্তু সাপ্লাই লাইনের নিউট্রাল তার ও যন্ত্রের বডি উভয়ই আর্থ করা থাকলে লিকেজ কারেন্ট আর্থিং এর মাধ্যমে সার্কিট ক্লোজ হয়ে ফিউজ পুড়ে যেতে বা সার্কিট ট্রিপ করতে সাহায্য করে এবং সমস্ত ব্যবস্থকে নিরাপদ রাখে।

নিউট্রাল এর মধ্যে শুধু কারেন্ট থাকে। নিউট্রাল যদি

না থাকে তাহলে সার্কিট ক্লোজ হবে না, মানে

সাপ্লাই প্রবাহিত হবে না। So System কাজ করবে না। ফেজ এর মধ্যে ভোল্টেজ এবং কারেন্ট

দুটোই থাকে এবং ডিভাইজ এর মধ্যে ভোল্টেজ

ড্রপ হয় এবং কারেন্ট নিউট্রাল এর মধ্যে দিয়া প্রবাহিত হয়ে সিস্টেমকে সচল রাখে।

কিছু গুরুত্বপূর্ন প্রশ্ন ও তার উত্তর

প্রশ্নঃ আর্থিং কি? আর্থিং এর প্রয়োজনীতা কি?

অনাকাঙ্খিত বিদ্যুৎ থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও মানুস 

কে রক্ষা করতে বৈদ্যুতিক যন্ত্রপাতির ধাতু/মেটাল 

নির্মিত বহিরাবরণ থেকে বৈদ্যুতিক কারেন্টকে 

কোনো পরিবাহীর দ্বারা পৃথিবীর মাটিতে 

প্রেরণ করার ব্যবস্থা কে আর্থিং বলে। 

আর্থিং এর প্রয়োজনীয়তা হলো:

১। ত্রুটির সময় কারেন্ট কে মাটিতে যাতে 

নিরাপদে প্রেরণ করা, যাতে রক্ষন যন্ত্র বা

নিরাপত্তা যন্ত্রপাতি ত্রুটিপূর্ণ সার্কিট কে বিছিন্ন 

করতে পারে।

২। সিস্টেমের যে কোন অংশে বিভব যেন মাটির তু

লনায় একটি নির্দিষ্টমানে থাকে, তার ব্যবস্থা করা ।

৩। ত্রুটির সময় যন্ত্রপাতির ভোল্টেজ যেন মাটির 

তুলনায় বিপদজনক পর্যায় না পৌছায় তা নিশ্চিত করা।







প্রশ্নঃ 3-পিন প্লাগে আর্থ পিন বড় ও মোটা

কেন?

উত্তর:- 3-পিন প্লাগে দুটো সরু পিন দিয়ে কারেন্ট

যায়-আসে, আর অপেক্ষাকৃত মোটা তৃতীয়টির

সঙ্গে আর্থের সংযোগ করা থাকে । থ্রি-পিন

প্লাগে আর্থ বা গ্রাউন্ড পিন বাকী দুইটি পিনের

চেয়ে লম্বা থাকে, কারণ হলো প্লাগটি যেনো

সকেটে লাগানোর সময় আর্থ পিনটি সবার আগে

কানেক্টেড হয় এবং খোলার সময় সবার শেষে

ডিসকানেক্টেড হয়। এর ফলে বৈদ্যুতিক যন্ত্রের

গায়ে যদি কোন স্ট্যাটিক চার্জ জমা হয় তা মাটিতে

চলে গিয়ে যন্ত্রটিকে সুরক্ষিত রাখে । আর আর্থ

পিন অপেক্ষাকৃত মোটা করা হয় যাতে ভুল করে

এটিকে লাইভ বা নিউট্রাল ছিদ্রে প্রবেশ করানোর

চেষ্টা না করা হয় । সবুজ রং -এর তারের একটি

প্রান্ত প্লাগের আর্থ পিন -এর সঙ্গে লাগিয়ে অন্য

প্রান্ত হিটার, ইস্ত্রি, টেবিল পাখা প্রভৃতি ধাতুর

খোলওয়ালা বৈদ্যুতিক যন্ত্রপাতির বাইরের আবরণের সঙ্গে লাগাতে হয়।

3-pin socket-plug



MD.ZAKARIA MASUD

Bsc in Electrical &Electronics Engineering (on going)

Diploma in Mechatronics Engineering

email:zakariamasud59@gmail.com 

ইলেকট্রিক্যাল & ইলেকট্রনিক্স ভাইভা টিপস (Electrical & Electronics vaiva tips) 

  • ​ইলেকট্রিক্যাল ভাইভা টিপস
  • EEE Bangla
  • Part-A (জেনারেল)
  • ১। আপনার নিজের সম্পর্কে ৫ মিনিট বলুন।
  • ২। ইংরেজিতে আপনার নিজের সম্পর্কে
  • বলুন।
  • ৩। আপনার নিজের সম্পর্কে কিছু সমালোচনা
  • করুন।
  • ৪। আপনার নিজ জেলার নাম কি? নিজের
  • জেলা সম্পর্কে ১মিনিট বলুন।
  • ৫। আপনার জেলার বিখ্যাত কয়েকজন
  • লোকের নাম বলুন। তারা কেন বিখ্যাত?
  • ৬। বঙ্গবন্ধু সম্পর্কে যা জানেন বলেন।
  • ৭। আপনার পরিবার সম্পর্কে বলুন।
  • ৮। বলুন আমরা আপনাকে কেন এই চাকরিটা দিব?
  • ৯। আপনি বিয়ে করেছেন কিনা? কেন করেননি/কেন করেছেন?
  • ১০। বিবাহ সম্পর্কে আপনার চিন্তাভাবনা কি? <!–more–>
  • ১১। আপনার আরো পড়াশুনা করার কোন ইচ্ছা আছে কি না?
  • ১২। কেন আর পড়াশুনার ইচ্ছা নেই?
  • ১৩। এর আগে কোথায় জব করেছেন সেখানে কি ধরনের কাজ করতেন?
  • ১৪। আপনি বর্তমানে যেখানে কাজ করছেন সেখানকার কাজের পরিবেশ ও আপনার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলুন। সেখান থেকে চলে যেতে চাচ্ছেন কেন?
  • ১৫। আপনার সিভি দেখে মনে হচ্ছে আপনি এর আগে অনেকগুলি জব করে ছেড়ে দিয়েছেন! কি ব্যাপার বলুনতো? জবের মাঝখানে গ্যাপ কেন?
  • ১৬। আপনার যোগ্যতা অনুযায়ী কত Salary আশা করেন?
  • ১৭। —- এর থেকে কম Salary দেয়া হলে এখানে যোগদান করবেন?
  • ১৮। আপনি কোন ইউনিভার্সিটি/কলেজ থেকে পাশ করেছেন? সাবজেক্ট কি ছিল? থিসিস কি ছিল?
  • ১৯। আপনার কোন পাবলিকেশন আছে? কেন কোন পাবলিকেশনে অংশ নেননি?
  • ২০। কম্পিউটারে আপনি দক্ষ কেমন? কি কি পারেন?
  • ২১। আজ বাংলা কত তারিখ?
  • ২২। এখানে যখন যেখানে প্রয়োজন সেখানে কাজ করতে হবে আপনি কি তাতে রাজি?
  • ২৩। এই —টা কার? এটা টেবিলের উপরে
  • রেখেছেন কেন?
  • ২৪। এক্সেলের একটি ওয়ার্কশীট তৈরি করে তার এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম ভ্যালু
  • বের করে দেখান। একটি নতুন সারি/কলাম ঢুকাতে কি করবেন?
  • ২৫। বাংলা টাইপ পারেন? ইংরেজি ও
  • বাংলায় আপনার টাইপিং স্পিড কত?
  • ২৬। আপনি কি ফেসবুক ব্যবহার করেন? কেন?
  • ২৭। আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে কি জানেন?
  • ২৮। আপনার নামের অর্থ কি জানেন?
  • ২৯। আপনার প্রিয় শখ কি?
  • ৩০। এই পোস্টের জন্য আপনাকে কেন
  • আমাদের পছন্দ করা উচিত



  • Part-B (ডিপার্টমেন্ট)
  • 1. পাওয়ার ফ্যাক্টর কি?
  • 2. পাওয়ার ফ্যাক্টর বেশী হলে ভাল না কম হলে ভাল?
  • 3. পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টে কেন করি?
  • 4. ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে পার্থক্য কি?
  • 5. পিএলসি কি? কেন পিএলসি ব্যাবহার করি?
  • 6. সার্ভো ড্রাইভ মোটর কি?
  • 7. সার্কিট ব্রেকারে আগুন লাগলে কিভাবে নিভাবেন?
  • 8. একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে আপনি প্রথমে কি করবেন?
  • 9. সাধারণত পিটির সেকেন্ডারি ভোল্টেজ কত হয়?
  • 10. একটি সিটির রেশিও বলুন।
  • 11. আমরা সিটি/পিটি কেন ব্যবহার করি?
  • 12. রিলে কি? কেন ব্যবহার করি? একটি ব্যবহার খেত্র বলেন।
  • 13. বাংলাদেশে সর্বোচ্চ জেনারেশন ভোল্টেজ কত?
  • 14. বাংলাদেশে পাওয়ার সিস্টেমে কোথায় কত ভোল্টেজ?
  • 15. পিজিসিবি, ইজিসিবি, ডিপিডিসি এর কাজ কি?
  • 16. ইন্ডাকশন মোটরে স্টার/ডেল্টা চালু পদ্ধতি কেন ব্যবহার করা হয়?
  • 17. কোন সিম্বল ছাড়া একটি অ্যামমিটার, একটি ভোল্টমিটার দেয়া হল কোনটি অ্যামমিটার/ভোল্টমিটার বাহির করতে পারবেন? কিভাবে?
  • 18. আর্থিং ও নিউট্রাল কি?
  • 19. কতগুলি রেজিস্টর হাতে ধরিয়ে দিয়ে বলতে পারে মাল্টিমিটার ছাড়া এগুলির মানবের করে দেখান। কি পারবেন না?
  • 20. মাইক্রোকন্ট্রোলার ও মাইক্রোপ্রসেসর এর মধ্যে পার্থক্য কি?
  • 21. AVR কি? এটি কিভাবে কাজ করে সংক্ষেপে বলেন?
  • 22. ৪ টি ১২ ভোল্ট এর ব্যাটারি দিয়ে ২৪ ভোল্ট করতে চাইলে, ডায়াগ্রাম একে দেখান।
  • 23. ফুল চার্জে ব্যাটারির ইলেক্ট্রোলাইট এর স্পেসিফিক গ্রাভিটি কত থাকে?
  • 24. ১ হর্স পাওয়ার সমান কত ওয়াট?
  • 25. সিঙ্গেল ফেজ ভোল্টেজ ২৩০ ভোল্ট হলে কেন লাইন ভোল্টেজ ৪০০ ভোল্ট হয়?
  • 26. ট্রান্সমিশন লাইনে স্যাগের কি প্রভাব?
  • 27. কখন একটি সার্কিটে ইম্পিড্যান্স রেজিস্ট্যান্সের সমান হবে?
  • 28. পোলারিটি আর নন পোলারিটি ক্যাপাসিটরের মধ্যে পার্থক্য কি?
  • 29. একটি ৩-ফেজ মোটরকে রিভার্স ঘুরাবেন কিভাবে?
  • 30. বুখলজ রিলে কেন ব্যবহার করা হয়?
  • 31. ডিফারেন্সিয়াল প্রটেকশন কেন ব্যবহার করা হয়? কোথায় ব্যবহার করা হয়?
  • 32. ট্রান্সফরমার শর্ট সার্কিট প্রটেকশনের জন্য কি পদ্ধতি ব্যবহার করা হয়?
  • 33. কেন নিউট্রাল লাইনে শক লাগেনা?
  • 34. তিন ফেজ মোটর স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে স্টার্ট নেয় না গোঁ গোঁ শব্দ করে, সম্ভাব্য তিনটি কারন বলেন।
  • 35. IEEE কি?
  • 36. সেন্সর ও ট্রান্সডিউসারের মধ্যে পার্থক্য কি?
  • 37. CFL এর পূর্ন নাম কি?
  • 38. AWG/SWG কি?
  • 39. সিঙ্গেল ফেজ মেটর বা ফ্যান চালু করতে ক্যাপাসিটর ব্যবহার করা হয় কেন?
  • 40. ট্রান্সফরমার এর তেলের নাম কী?
  • 41. একটি ডেল্টা -স্টার সংযুক্ত ট্রান্সফরমারের সেকেন্ডারিতে পাওয়ার,
  • প্রাইমারি থেকে কত গুন কম বা বেশি হবে?
  • 42. ফেজ সিকুয়েন্স কি?
  • 43. ইনভার্টার দ্বারা কি করা হয়?
  • 44. ইন্সুলেশন রেজিস্ট্যান্স কি মিটার
  • দ্বারা মাপা হয়?
  • 45. ট্রান্সফরমার হামিং কেন হয়?
  • 46. বাসার সকল লোড অফে থাকা সত্বেও
  • মিটার ঘুরে। কোথায় সমস্যা হতে পারে?
  • 47. থ্রি-পিন প্লাগে আর্থ বা গ্রাউন্ড পিনটি বাকী দুইটি পিনের চেয়ে লম্বা থাকে কেন?
  • 48. ট্রান্সফরমারের বারডেন কি?
  • 49. সিস্টেম লস কি?
  • 50. একটি রিলেতে NO/NC বলতে কি বুঝেন?
  • 51. একই কন্ডাক্টরে যথাক্রমে AC ও DC ব্যবস্থায় ভোল্টেজ প্রেরন করলে লাইন রেজিস্ট্যান্স কোনটায় বেশি হবে?
  • 52. IPP কি?
  • 53. বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট কোনটি?
  • 54. কোল জেনারেশন পাওয়ার প্লান্টে কিভাবে কয়লা থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়?
  • 55. প্রাইম মুভার কি?
  • 56. ভোল্টেজ কি?
  • 57. ওহমের সূত্রটি বলেন।
  • 58. ট্রানজিয়েট কি?
  • 59. এক্সাইটার কোথায় এবং কেন ব্যবহার করা হয়?

60. মোবাইল চার্জারে AC না DC কোনটি ব্যবহার হয়? 

(সংগ্রহীত) 

ভিজিট করুন আইসি বাজার ডট কম

কিভাবে সেন্সর কানেকশন করব? (How to connection Sensor?)

Sensor সেন্সর হচ্ছে Automation সিস্টেমের স্নায়ুকেন্দ্র। মানুষের সেন্সর যেমন চক্ষু,কর্ণ,জিহ্বা,ত্বক এবং নাসিকা তেমনি Controlling System এর মূল Input Device বা প্রধান অনুভূতির উৎস হচ্ছে Sensor. প্রতিটা কন্ট্রোল

ম সিস্টেমেই ব্যবহৃত হয় নানা ধরণের,নানা কাজের,নানা পদ্ধতির সেন্সর। সেন্সর থেকে পরিবেশ সম্পর্কে তথ্য নিয়ে তা বিশ্লেষণের মাধ্যমে যথাযথ আউটপুট প্রদানের মাধ্যমে গড়ে উঠে পুরো অটোমেশন প্রক্রিয়া। তাই বলা যায় সেন্সরই হচ্ছে পুরো সিস্টেমের উৎসমূল। হরেক রকম সেন্সরে ভরে আছে আমাদের চারপাশ। প্রতিনিয়ত গবেষণা চলে নতূন নতূন সেন্সরের প্রযুক্তি আবিষ্কারের। এখানে আমি শুধু Industrial automation এর জন্য বহূল ব্যবহৃত কিছু সেন্সর সম্পর্কে প্রাথমিক ধারণা দেবো।

১. Proximity Sensor:

 এ ধরণের সেন্সর মূলত ব্যবহার করা হয় কোন বস্তুর উপস্থিতি বোঝাতে বা কতটা কাছে তা বোঝাতে। সাধারনভাবে এই ধরনের সেন্সর একটি তড়িৎচুম্বকীয় ক্ষেত্র তৈরী

বিস্তারিত পড়ুন

মেকাট্রনিক্স বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসরের চমৎকার ব্যাখ্যা

‘প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ দেশের নাগরিক হিসেবে নিজেকে কল্পনা করি’
2015,

image

zakaria

ড. মো. শফিকুল ইসলাম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের এসোসিয়েট প্রফেসর
হিসেবে দায়িত্ব পালন করছেন

image

শিক্ষকতার পাশাপাশি পরমানু বিজ্ঞান,
প্রযুক্তি ও প্রকৌশল
বিস্তারিত পড়ুন

সিভিল ও আর্কিটেকচার প্রকৌশলীদের প্রয়োজনীয় বিষয়সমূহ

সিভিল ও আর্কিটেকচার প্রকৌশলীদের প্রয়োজনীয়  বিষয়সমূহ:

image

১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং বিস্তারিত পড়ুন

ইসলামে বিবাহের জন্য পাত্রী দেখা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ফাতওয়া

ইসলামে বিবাহের জন্য পাত্রী দেখা
প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ফাতওয়া
—||| “ফাতওয়া” |||—

image

১। পাত্রী দেখার উদ্দেশ্যঃ
ইসলাম একটি সর্বজনীন জীবন বিধান ।ইসলামে মানব জীবনের প্রতিটি অধ্যায় সম্পর্কে সু-স্পষ্ট নীতিমালা রয়েছে ।
# বিবাহ মানব জীবনের অন্যতম একটি অধ্যায় ।একটি সুখী-সমৃদ্ধ দাম্পত্য জীবন গঠনে ইসলাম দিয়েছে সু-নির্দিষ্ট নীতিমালা ।বিবাহের পূর্বে পাত্র-পাত্রী দেখার পর্ব জাতি-ধর্ম নির্বিশেষে
সকলের মাঝে প্রচলিত বটে,কিন্তু মুসলমানদের জন্য তা গতানুগতিক বা নিছক প্রথাগত-ভাবে করার সুযোগ নেই । বরং পূর্ণ শরয়ী নীতিমালা অনুযায়ী
তা করা বাঞ্ছনীয় ।প্রথমে জানতে হবে-পাত্রী কখন দেখা যায় ।দ্বিতীয়ত জানতে হবে-কী উদ্দেশ্যে দেখা যায় ।মনে রাখতে হবে-পাত্রী কোন পণ্য নয় যে, দেখতে থাকবে, অতঃপর
যাকে পছন্দ হয় তাকে বিবাহ করবে বিস্তারিত পড়ুন

মেকাট্রনিক্স ও ইলেকট্রনিক্স বিভাগের কিছু সংক্ষিপ্ত শব্দের পূর্ননাম

মেকাট্রনিক্স ও ইলেকট্রনিক্স বিভাগের কিছু সংক্ষিপ্ত শব্দের পূর্ননাম
image

ADC=Analoge to digital convarter
DAC=Digital to Analoge convarter
CPU=centaral procecing unit
CNC=computer neumarical control PLC=Programmable Logic Controller

বিস্তারিত পড়ুন

বিসিএস ও নিবদ্ধন সহায়ক পিডিএফ লাইব্রেরি

  বিসিএস সহায়ক পিডিএফ লাইব্রেরি

বিসিএস প্রিলিমিনারি ওরাকল লেকচার শিট: ১ম কিস্তি:
১) ইংরেজি (লেকচার ১-১৫) Oracle:এখানে ক্লিক করুন
২) সাধারণ বিজ্ঞান (লেকচার ১-৪) Oracle:এখানে কিক্ল করুন বিস্তারিত পড়ুন

ফ্যান আস্তে ঘুরলে বিদ্যুৎ খরচ কম হয়? বেশী হয় ? একই হয়?

ফ্যান আস্তে ঘুরলে বিদ্যুৎ খরচ কম হয়? বেশী হয় ? একই হয়?

অনেকেই একটু আলাদা ভাবে ভেবেছেন,
বিসিএস সহ সরকারী পরীক্ষায় কতবার যে বিদ্যুৎ একই খরচ হয় লিখলাম সবাই এটাই বলবেন,।
আর আমি জীবনে এক চাকুরী ভাইবাতে এই প্রশ্নের সম্মুখীন হই তখন আমি উত্তরে বলেছিলাম একই খরচ হয় আবার কমও খরচ হয়, সঠিক উত্তরটির দেওয়ার কারনে ভাইয়া থেকে বিদায় নিয়ে এসেছিলাম একবার।
যদিও আমি কোন ইলেকট্রিক্যালের ছাত্র না মেকাট্রনিক্স বিভাগের ছাত্র ছিলাম।
এটি আসলে কি ঠিক?
এখন থাকলো কারন সহ সঠিক উত্তর সাথে রেগুলেটর কেনার ব্যাপারে কিছু পরামর্শ।
যদি, আপনি ইলেকট্রিক্যাল রেগুলেটর ( বড় সাইজের ভারী) ব্যবহার করেন তা হলে পাখা আস্তে বা জোরে ঘুরুক বিদ্যুৎ খরচ একই হবে। কিন্তু কেন? এর ভিতর থাকে রেজিস্টিভ তারের কুণ্ডলী যেটার মেইনলি পাঁচটা ট্যাপ করা থাকে।
image
(ইলেকট্রিক্যাল রেগুলেটর)
এই পদ্ধতিরে পাখার
কারেন্ট

বিস্তারিত পড়ুন